ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ৬ ইট-ভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
লামায় ৬ ইট-ভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাদুরচড়ায়ছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।  বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ইটভাটায় তৈরি ইট বিনষ্ট করা হয়।  

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি বলেন, বনাঞ্চল, পাহাড়ি ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। ওই এলাকায় স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া জরিমানা করা ইটভাটার কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে ইটভাটাগুলো চলছিল।

তিনি আরো জানান, কোনো ধরনের নিয়ম-নীতি না মেনে এ ইট ভাটাগুলো চলছে বলে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে আরো অভিযান চালানো হবে।

অভিযানকালে অবৈধভাবে গড়ে ওটা ইটভাটার চুলায় পানি দিয়ে নষ্ট করা হয়। এছাড়া স্কেভেটর দিয়ে কাঁচা ও পোড়া ইট নষ্ট করা হয়েছে।

এসময় বান্দরবান জেলা  প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, নাজমুল হাসান, কায়েসুর রহমান, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সিনিয়র কেমিস্ট্র একে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক  আব্দুল সালাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।