ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর এলাকায় ট্রাকচাপায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের সোনাবর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশী পাড়ার একরাম আলীর ছেলে আরশাদ আলী (৩৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রহনপুর থেকে আড্ডাগামী দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরশাদ আলীও (৩৫) মারা যান।

গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, নিহতদের মরদেহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে ট্রাকসহ চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।