বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে বিশেষ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলের সরকারি গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
পরে গণগ্রন্থাগারের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
একে/এবি