বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে পপুলার হাসপাতালের মেশিনারিজ রুমে আগুন লাগে।
এদিকে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএমআই/এইচজে/আরআইএস