ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় আলোচনা চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় আলোচনা চলছে’

কক্সবাজার: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে  পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী অরও বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা এবং বাংলাদেশে আশশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কাঙ্ক্ষিত সেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশ ত্রিদেশীয় আলোচনা অব্যাহত রয়েছে।

শিগগির প্রত্যাবাসনের উদ্যোগ সফল হবে-এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, শেখ হাসিনার মানবতায় আজ ১১ লাখের বেশি রোহিঙ্গার জীবন রক্ষা পেয়েছে। দুই দফা চেষ্টার পরও রোহিঙ্গাদের শর্তের মুখে প্রত্যাবাসন শুরু করা যায়নি। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগও অব্যাহত রাখা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ দমনে র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে বলে জানান ডা. এনামুর।  

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মীর মোস্তাক হোসেন, আর এন জুয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল ও কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।