বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নেতারা ও সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান।
জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদ ভবনের শপথ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাশেদ খান মেনন বলেন, আগে সংসদের একটি খবরে সারাদেশে আন্দোলন হতো। পাকিস্তান আমল এবং স্বাধীনতার পর বিভিন্ন সময় সংসদের খবর আন্দোলনের উপাদান হিসেবে কাজ করেছে। এখন সেগুলো দেখা যায় না। সংসদের খবরগুলো একটু গুরুত্বসহকারে তুলে ধরলে দেশ ও দেশের মানুষ সংসদ সম্পর্কে জানতে পারবে। সাংবাদিকদের প্রকাশিত সংবাদে সংসদ আরও কার্যকর হয়ে উঠতে পারে।
তিনি সংসদীয় কমিটিগুলোর খবর গুরুত্বসহকারে প্রকাশের জন্যও গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা চান।
তিনি বলেন, দেশের স্বার্থে দেশের রাজনীতির স্বার্থে সংসদ সদস্যদের ভূমিকা ভালোভাবে তুলে ধরা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকদের এগিয়ে আসা উচিত।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত সংসদ সদস্য লুৎফুন নেছা খান, বিপিজেএ সভাপতি সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসকে/আরআইএস/