ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে .

সাভার (ঢাকা): জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সপ্তম জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসনে দায়িত্বরত কর্মকর্তার দায়িত্ব অবহেলা প্রমাণিত হলেই কঠোর শাস্তি আওতায় আনা হচ্ছে।

আগামীতে চমৎকার একটি জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সবসময়ই তৎপর জনপ্রশাসন মন্ত্রণালয়।  

তিনি বলেন, এ মন্ত্রণালয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে কোনো ধরনের অবহেলা করবেন না। তারা সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। একজন অতি সাধারণ মানুষ যেন জনপ্রশাসনে কাঙ্খিত সেবা পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের শাস্তির বিধান রেখে সৎ কর্মকর্তাদের পদক দেওয়া হচ্ছে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৪টি দেশের ১২৫টি গবেষণার বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক ৩৫ জন গবেষক।

এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।