বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলাটি দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিলো।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে রুমানকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রুমানকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরআইএস/