ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
হোসেনপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিলো।

এ সময় তার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুমান বন্ধুর সহায়তায় ওই স্কুলছাত্রীকে জোর করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আপস না হওয়ায় এ ঘটনা পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে রুমানকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রুমানকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।