বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় হুইপের গানম্যান এএসআই কামাল এবং গাড়ির চালক আহত হয়েছেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রাজশাহী হয়ে জয়পুরহাটের কালাইয়ের পৌর মেয়র হালিমুল আমল জনের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন স্বপন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁ মান্দা সড়কের ফেরিঘাট এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন আহত হন। এ ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়
জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় হুইপ স্যার হাতে এবং পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী থেকে বিকেল ৪টার ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইলে বেশ কয়েকবার হুইপের খবর নেন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০ আপডেট: ১২৪৩ ঘণ্টা
এনটি