ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নেপাল যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
নেপাল যাচ্ছেন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নেপাল সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নেপাল যাবেন সেনাপ্রধান।

সফরকালে তিনি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

আগামী ১১ ফেব্রুয়ারি সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।