বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিপন উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ অাধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআরএস