বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে শহর সংলগ্ন দক্ষিণ সুরমার তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। শাফিয়া দক্ষিণ সুরমার তেঁতলী ইউনিয়নের দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শাফিয়ার মৃত্যু হয়। এ সময় শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ছাড়াও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ এক্সপ্রেস বাসটিকে আটক রেখে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজলি এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরে পুলিশ গিয়ে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনইউ/আরবি/