ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়-সমতল বিভাজন নয়: স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
পাহাড়-সমতল বিভাজন নয়: স্থানীয় সরকার মন্ত্রী

খাগড়াছড়ি: বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবন মানেরও উন্নতি হয়েছে। সমতলের মতো পাহাড়েও লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের প্রশ্নে পাহাড় আর সমতলে কোনো বিভাজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা এলাকায় বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে পাহাড়ি এলাকায় জীবনের মান অনেক উন্নত হয়েছে।

দশ বছর আগে এমন ছিল না। উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড় আর সমতলে কোনো বিভাজন নেই।  

মন্ত্রী আরও বলেন, অনেকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু বিভেদ সৃষ্টি মানে পিছিয়ে যাওয়া। ঐক্যবদ্ধ থাকা মানে এগিয়ে যাওয়া। ফলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের আওতায় ৩৩ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।  মূলত এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী, গৃহহীন, ভূমিহীন ও হতদরিদ্ররা আবাসন সুবিধা পাচ্ছে। প্রকল্পের একটি ঘর অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হবে।

শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান ও পৌরসভার মেয়র রফিকুল আলম এসময় উপস্থিত ছিলেন।

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে খাগড়াছড়ি পৌরসভা।  

বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের সীমানা প্রাচীর উন্নয়ন প্রকল্পসহ আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০২০
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।