বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল জোব্বার গাইবান্ধা সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের নয়নসুখ নেকিরচর গ্রামের আলিম উদ্দিন প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাঝিপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী রুপা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আব্দুল জব্বারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনটি