ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ কামারুজ্জামানের স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
শহীদ কামারুজ্জামানের স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী: মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মহাগরীর কাদিরগঞ্জে থাকা পারিবারিক কবরস্থানে মরহুমার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরিবারের সদস্যরা। এ সময় মহানগর আওয়ামী লীগ, রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

প্রথমে জাহানারা জামানের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন পরিবারের সদস্যরা। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মরহুমের দুই ছেলে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও এ এইচ এম এহসানুজ্জামান স্বপন, চার মেয়ে ফেরদৌস মমতাজ পলি, রওশন আক্তার রুমী, দিলারা জুম্মা রিয়া, কবিতা সুলতানা চুমকি, দুই পুত্রবধূ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও ড. শারমিন পারভীন, দৌহিত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও মায়সা সামিহা জামানসহ অন্যান্য সদস্যরা।

এর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক  আসলাম সরকার, আসাদুজ্জামান আজাদ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগের মহানগর সভাপতি বদরুজ্জামান খায়ের প্রমুখ।

পরে দুপুরে দুস্থদের মধ্যে পরিবারের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।