বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার রাজারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লুৎফা বেগম চিরিরবন্দর উপজেলা চত্বর এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা ইলিয়াস আলীর স্ত্রী বলে জানা গেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রীবাহী ইজিবাইকে করে দিনাজপুর শহরে দিকে আসছিলেন লুৎফা বেগম। পথে রাজারামপুর এলাকায় এলে একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক উল্টে ওই নারীসহ আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লুৎফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দু’জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কামুক্ত।
ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআরএস