বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। তান্নী চন্দ্র ওই ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত চাঁন্দু চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, দিনমজুরি করতে পাশের গন্ধমরুয়া গ্রামের মৃত বাঘা নুরুজ্জামানের ছেলে রাশেদুল ইসলামের বাড়িতে ঘর মেরামত কাজ করছিলেন তান্নী চন্দ্র। কাজ করার সময় বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ঘরের খুঁটি সড়াচ্ছিলেন তিনি। এসময় ভুলে বাড়ির শিশুরা মেইন সুইচ চালু করলে ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে বিষয়টি জানানো হয়নি। তবে খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসআরএস