ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন: চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন: চীনা রাষ্ট্রদূত

ঢাকা: করোনা ভাইরাসের বিস্তারের ঘটনায় আতঙ্কিত  না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশে অবস্থান করা চীনের কোনো নাগরিক এখনও এ ভাইরাসে আক্রান্ত হয়নি। 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্ব।

বিশ্বের বেশকিছু দেশ ইতোমধ্যে চীনের সঙ্গে সব ধরনের সংযোগ বিছিন্ন করেছে। বর্তমানে দেশটির সঙ্গে সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি বাণিজ্য হওয়ায় আতঙ্কিত বাংলাদেশও।

এমন প্রেক্ষাপটে ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত  না হয়ে এ নিয়ে সচেতন থাকুন।

‘এ ভাইরাস  প্রতিরোধে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে পশ্চিমা দেশের কোনো কোনো গণমাধ্যম এ নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। যা ঠিক নয়। ’ 

চীনা রাষ্ট্রদূত বলেন, এখনো বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া চীনেও কোনো বাংলাদেশি নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়নি।

এক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, বাংলাদেশ সরকার চীনা নাগরিকদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮ হাজার চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই নববর্ষের ছুটিতে চীন গেছেন। এখন তাদের ফিরতে কিছুটা দেরি হতে পারে। সে কারণে প্রকল্প শেষ হতে এক থেকে দুই মাস আরো দেরি হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, করোনা ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

‘অতীতে ইবোলা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাসে যেসব লোক আক্রান্ত হয়েছে, সেই তুলনায় করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা খুবই কম। ’

সংবাদ সম্মেলনে ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬ , ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।