বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলা-উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ১৯০০ সালের হিলট্রেক্ট ম্যানুয়েল অনুযায়ী যে নিয়ম রয়েছে তা কিছুটা পরিবর্তন করতে হবে।
পার্বত্যাঞ্চলের অনেক উপজেলায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও ভবন, ইউনিয়ন পরিষদের ভবন নেই। সেগুলো দ্রুত সময়ের মধ্যে নির্মাণের ব্যবস্থাগ্রহণ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। এজন্য সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানে লিখিত আকারে পাঠনোর জন্য অনুরোধ করেন।
পার্বত্যাঞ্চলকে একটি স্বতন্ত্র অঞ্চল উল্লেখ করে মন্ত্রী তাজুল ইসলাম জানান, সমতলের সঙ্গে এ অঞ্চলের অনেক পার্থক্য রয়েছে। সেজন্য সমতলে যে পরিমাণ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন সম্ভব সে পরিমাণ অর্থদিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এসব অসুবিধার কথা আলোচনা করে বাজেট প্রণয়ন করতে হবে। এজন্য এলজিইডি, পাবলিক হেলথ ডিপার্টমেন্টকে এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।
মন্ত্রী আরও জানান, পার্বত্যাঞ্চলের অনেক উপজেলা চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য যে সাড়ে ৬ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে তা যথাযথ নয়। এ সমস্যাটি বিবেচনা নিয়ে সমাধানে কাজ করবেন বলে যোগ করেন তিনি।
মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, সবাই এক না হলে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য পাবলিক হেলথ, এলজিইডি, পৌরসভা, উপজেলা চেয়ারম্যান সবাই সমন্বয় করে কাজ করবেন। আর উপজেলার ইউএনওরা চেয়ারম্যানকে অবগত করে সব কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদূর উশৈসিং এমপি, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। অনুষ্ঠানটি দুপুর ১২টা শুরু হয়ে বিকেলে ৩টায় শেষ হয়।
সভার সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং সভা পরিচালনা করেন, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।
এ মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএইচ