বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মজিদপুর এলাকার সবুজ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে শরীফ বাড়ি এলাকায় এলে একটি বাইপাস শাখা রাস্তা থেকে বাইসাইকেলটি সড়কে উঠে পড়ে। তখন মোটরসাইকেল ও বাইসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সাব্বির গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বরিশালের বন্দর থানার পরিদর্শক আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএস/আরবি/