বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরের মাছিমপুর শুটকির আড়তের পেছনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দেবাশীষ রাজকুমার নগরের মাছিমপুর মনিপুরী পাড়ার বাসিন্দা।
নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি দেবাশীষ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথায়ও পাওয়া যায়নি। এরপর বুধবার বিকেলে নগরের মাছিমপুর শুটকির আড়তের পেছনে তার মরদেহ দেখতে পেয়ে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, দেবাশীষ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। দু’দিন আগে নিখোঁজ হলে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সমস্যা ছিল তার মায়েরও। দেবাশীষ ছোট থাকাবস্থায় তার মা বৃন্দা রাণীর মরদেহও একইভাবে উদ্ধার করা হয়েছিল। এরপরও বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনইউ/ওএইচ/