ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীসহ দুই নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীসহ দুই নারীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়পুরার শ্রীনিধিতে রুজিনা বেগম (৩৭) ও বিকেলে শহরের আরশীনগর রেলক্রসিংয়ে কলেজ ছাত্রী তনয়া ইসলাম (২২) মারা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝখানে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় গৃহবধূ রুজিনা বেগম নিহত হয়। সে শ্রীরামপুর এলাকার হেলাল উদ্দিন ভূইয়ার স্ত্রী।



এদিকে বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে নরসিংদীর অরশীনগর রেলক্রসিং পারাপারের ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তনয় ইসলাম নিহত হন। তিনি নরসিংদী সরকারি কলেজের বিএসসি (অনার্স) রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামের মোরশেদুজ্জামান শেখের মেয়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।