ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে ২ শিক্ষকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ফুলছড়িতে ২ শিক্ষকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা:  গাইবান্ধার ফুলছড়িতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষক ও নকল করার অপরাধে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন  তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই শিক্ষক ও একই কেন্দ্রের চার শিক্ষার্থী এবং ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষার্থী।

বহিষ্কৃত শিক্ষক শাহানা পারভিন ও সোহেল রানা ফুলছড়ির গলাকাটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বহিষ্কৃত দুই শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।