বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই শিক্ষক ও একই কেন্দ্রের চার শিক্ষার্থী এবং ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষার্থী।
বহিষ্কৃত শিক্ষক শাহানা পারভিন ও সোহেল রানা ফুলছড়ির গলাকাটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বহিষ্কৃত দুই শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমআরএ