ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির সড়কগুলোর অবস্থা বেহাল: এমপি দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
রাঙামাটির সড়কগুলোর অবস্থা বেহাল: এমপি দীপংকর

রাঙামাটি: রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙামাটির মূল সমস্যা হলো- ভূমি ধ্বস। কয়েক বছর ধরে প্রবল বর্ষণের কারণে এ অঞ্চলে মারাত্মকভাবে ভূমি ধ্বস হচ্ছে। যে কারেণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে রাঙামাটির ক্ষেপ্পোপাড়া-কাপ্তাই সংযোগ সড়ক মেরামত করার জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার আরও বলেন, রাঙামাটির সড়কগুলোর বর্তমান অবস্থা বেহাল।

এজন্য এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব পুরো জেলার সড়কগুলো মেরামত করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হোক।

স্থানীয় সংসদ সদস্য জানান, অতীতে পাহাড় ‘দ্বীপ রাষ্ট্রে’ পরিণত হয়েছিল। বর্তমানে সব বিভাজন মুছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে পাহাড়ের উন্নয়নে বিভিন্ন মেগা প্রকেল্পর মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। অনুষ্ঠানটি দুপুর ১২টা শুরু হয়ে বিকেলে ৩টায় শেষ হয়। সভা পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।

এ মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।