ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের শুরু আছে শেষ নেই: আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
উন্নয়নের শুরু আছে শেষ নেই: আসাদুজ্জামান নূর

নীলফামারী: সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপি-জামায়াত সরকার নীলফামারীকে পিছিয়ে দিয়েছিল। উত্তরা ইপিজেডকে বন্ধ করার পাঁয়তারা করেছিল, সেই ইপিজেডে এখন ৪০ হাজার মানুষ কাজ করে।
 

উন্নয়নের শুরু আছে শেষ নেই মন্তব্য করে এমপি নূর আরো বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কাজের ধরণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি করে চলেছেন অদম্য গতিতে।

যার সুফল পাচ্ছি আমরা।
 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদী তীর সংরক্ষণ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের নতিব চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচন করে সংরক্ষণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সৈয়দপুর বিভাগের উদ্যোগে এ কাজে ব্যয় হচ্ছে তিন কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।  

উদ্বোধনী অনুষ্ঠানে পাউবো’র অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ ও চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান বক্তব্য রাখেন।
 
পাউবো রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে পাউবো সৈয়দপুরের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর আরও বলেন, চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদীর তীর সংরক্ষণ করা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এ নিয়ে বিভিন্ন সময় পাউবো এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, যার বাস্তবায়ন পেলাম আমরা এখন।  

তিনি বলেন, কাজটি শেষ হলে এলাকার মানুষের দুর্ভোগ কমে আসাসহ নদীগর্ভে বিলিন হবে না আর কোনো জমি।
 
পাউবো সৈয়দপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে কাজটি শেষ হবে ২০২১ সালের ৩০ মার্চ। রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপান্তর এটি বাস্তবায়ন করবে।
 
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।