ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে: আইজিপি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে: আইজিপি 

কক্সবাজার: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আগের চেয়ে পুলিশের প্রতি মানুষের দিন দিন আস্থা ও বিশ্বাস বাড়ছে। পুলিশের প্রতি যে অনীহা ছিল, সেটা এখন আর নেই। পুলিশকে জনতার কাছে যেতে হলে এটাই বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন,পুলিশকে জনতারই হতে হবে, জনগণ যেন আস্থা পায়, বিশ্বাস পায় এবং পুলিশের কাছে গিয়ে দাঁড়াতে পারে।

সে লক্ষ্যেই বর্তমানে পুলিশের সব কর্মকাণ্ডে জনতাকেই সম্পৃক্ত করা হচ্ছে।  

তিনি বলেন, ২০২০ পুলিশের জন্য বিশেষ বছর। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এরমধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হওয়ায় মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস এসেছে। কোথাও কেউ কোনো অন্যায় দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করছে এবং পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে।  

‘৯৯৯ নম্বর চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুইকোটি মানুষ সেবা চেয়েছে। তার মধ্যে ৮-৯ লক্ষ মানুষকে সেবা প্রদান করা হয়েছে। এতে বড় বড় অপরাধ সংগঠিত হওয়ার আগে পদক্ষেপ নিয়েছে পুলিশ। ’

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক ।  

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইনের সঞ্চলানায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহ্বাজ সাইমুম সরওয়ার কমল, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌরমেয়র মুজিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি তোফায়েল আহমদ প্রমুখ বক্তব্য দেন।  
ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার জসীম উদ্দিন বকুল ও অধ্যাপক পারিয়েল সামিহা শারিকা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।