ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিএনজি চালকের সততা…

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
সিএনজি চালকের সততা…

সিলেট: সততার দৃষ্টান্ত স্থাপন করলেন বাদল মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক। যাত্রীর ফেলে যাওয়া লাখ টাকা মূল্যের ক্যামেরা মালিককে ফিরিয়ে দিলেন তিনি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে এই ক্যামেরা ফেরত দেওয়ার পর অটোরিকশা চালক বাদল মিয়াকে তার সততার জন্য নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে একটি অনুষ্ঠান শেষে সিএনজি অটোরিকশা যোগে বটেশ্বর থেকে নগরীতে ফিরছিলেন ক্যামেরাম্যান রুমন আহমদ।

তার সঙ্গে ছিল লাখ টাকা মূল্যের প্যানাসনিক ক্যামেরা।

রুমন নগরের বন্দরবাজার নেমে গেলেও ভুলবশত সেই ক্যামেরাটি সিএনজি অটোরিকশাতে ফেলে আসেন। অটোরিকশা চালকও অপরিচিত। এ অবস্থায় ক্যামেরা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন।

কিন্তু বাদল মিয়া ক্যামেরাটি যত্মে নিজের হেফাজতে রেখে সূত্র ধরে মালিককে খূঁজে বের হন। এক পর্যায়ে নগরের জিন্দাবাজার জল্লারপাড় লিয়াকত ভবনে গিয়ে ক্যামেরার প্রকৃত মালিক খুঁজে বের করেন এবং তার হাতে ক্যামেরাটি হস্তান্তর করেন।

ক্যামেরার মালিক ব্যবসায়ী বাবলু আহমদ অটোরিকশা চালকের এমন সততায় তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কৃত করেন। চালকের এমন সততার খবর আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা এসে জড়ো হন এবং তার সততার ভূয়সী প্রশংসা করেন।

ক্যামেরাটি ফিরিয়ে দেওয়া ও পুরস্কার হিসেবে সম্মানী ১০ হাজার টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ ও ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।