নিহত ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপ নগরের শিবগঞ্জ সাদিপুরের দ্বীপক দে'র ছেলে। তিনি গ্রীণহিল কলেজের ছাত্র ও আওয়ামী লীগ নেতা রনজিত গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আধিপত্য বিস্তার নিয়ে সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে একদল যুবক দ্বীপের ওপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা।
আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তারা দলীয় কর্মী হলেও সরস্বতী পূজার দিন কথা কাটাকাটিরর জের ধরে খুনের ঘটনা ঘটে।
তিনি বলেন, তারা পরস্পরকে ছুরিকাঘাত করে। সৈকতের ছুরিকাঘাতে দ্বীপ মারা যায়। আহত অবস্থায় সৈকত হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এনইউ/এমএমএস