এ সময় স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, কেবি অটো টেকের ম্যানেজার (বাংলাদেশ) জুন হো উন, করিম মোটরস এর সত্ত্বাধিকারী ফজলুল করিম মামুন, ইষ্টার্ন মোটরস এর সত্ত্বাধিকারী তাজুল ইসলাম ভূঞা। পরে কেবি অটো টেকের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।
জানা গেছে, কেবি অটো টেক বাংলাদেশের সোল্ড ডিস্ট্রিবিউটর হিসেবে স্টারলাইন গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী স্টার লাইন গ্রুপ কেবি অটো টেক এসি বাংলাদেশের পরিবেশক ও বিক্রয়ত্ব সেবা প্রদান করবে।
বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এসএইচডি/এমএমএস