বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈরাগীর আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারুক একই উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজার উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি দিকে যাচ্ছিলেন ফারুক। পথে ওই এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান তিনি। সেসময় স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এনইউ/এসআরএস