ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ২ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টায় হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ বাংলানিউজকে জানান, ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গায় বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (হাকিমপুর সার্কেল) আখিউল ইসলাম ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দের নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের ধরার চেষ্টা করে। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালানোর চেষ্টা করলে হাকিমপুর থানার উপ-পরিদর্শ (এসআই) মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ডাকাত সর্দ্দার কহিদুল ইসলাম (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১১২, ৭ ফেব্রুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।