শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স সুবর্ণ ভবন চত্বরে ‘বাংলা ইশারা ভাষা দিবস- ২০২০’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বর্তমান সরকারের প্রশংসা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, একের পর এক অসম্ভবকে সম্ভব করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধানে বিষয়গুলো উল্লেখ করে গেছেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে নতুন ক্রএ গড়ার স্বপ্ন দেখতেন তিনি। মুক্তিযুদ্ধের পর আমাদের ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা কোনোটাই ছিল না। তিন এই ধ্বংসস্তূপের মধ্য দাঁড়িয়ে মাথা উঁচু করে জয়ের স্বপ্ন দেখতেন। বাঙালিরা কখনো শাসক ছিল না, ছিল শোষিত। এই শোষিত জাতিকে শাসকে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির সত্তাকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে যেসব সরকার এসেছে তারা কেউ প্রতিবন্ধীদের নিয়ে কল্যাণমূলক কোনো কাজ করেনি। কিন্তু বর্তমান সরকার তা করছে। ’
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, সরকারের কল্যাণমূলক বিভিন্ন কাজের ফলে প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের প্রতিবন্ধী শিশুরা। সেই সঙ্গে নিজেদের দেশকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। আমার বিশ্বাস এই শিশুরা একদিন দেশ গড়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন- এসডিএসএল’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে অয়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএমআই/এইচজে