ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস পালন

বান্দরবান: ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার,বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

 

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা থুই য়ই চিং মার্মা, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী দেওয়ান উর্বশী দেওয়ান, বান্দরবান সরকারি শিশু পরিবারের রির্সোস শিক্ষক তুষার চাকসহ সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এসময় বক্তারা বলেন,ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে বান্দরবানে বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবার বিশেষ নজর দিতে হবে। আমরা সবাই কম বেশি প্রতিবন্ধী, কেউ কানে শোনেন কম, কেউ চোখে কম দেখেন আবার কেউ মানুষ হলেও বিবেক প্রতিবন্ধী। আমাদের নিজ নিজ বিবেককে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে আমরা সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো।

আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী জানান, বান্দরবান জেলায় প্রায় ৬শ প্রতিবন্ধী রয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।