ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ফেনসিডিল পাচারকারী আটক, ট্রাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
না’গঞ্জে ফেনসিডিল পাচারকারী আটক, ট্রাক জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ফেনসিডিল পাচারের সময় নূর করিম (৪৭) নামে পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান।

এর আগে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর চেকপোস্টে পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী নূর করিমকে আটক করা হয়।

এসময় জব্দ করা হয় ট্রাকটিও।

র‍্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ী নূর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।