শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান।
এর আগে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর চেকপোস্টে পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী নূর করিমকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ী নূর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এইচএডি