ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষ মানবসম্পদ গড়তে পারলে দেশ বহুগুণ এগিয়ে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
দক্ষ মানবসম্পদ গড়তে পারলে দেশ বহুগুণ এগিয়ে যাবে

ঢাকা: দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে দেশ বহুগুণে এগিয়ে যাবে। দক্ষ মানবসম্পদই দেশকে সম্পদশালী করে তোলে। কোনো ব্যক্তি যদি সত্যিকারের শিক্ষা অর্জন করেন তবে তিনি নিজের পরিবারকে যেমন স্বাবলম্বী করতে পারে, ঠিক দেশকেও ভালো কিছু দিতে পারে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু একাডেমিতে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা আয়োজিত 'গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে' একথা বলেন তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ।

একেএম রহমতুল্লাহ বলেন, আমাদের দেশ থেকে এক কোটি মানুষ দেশের বাইরে আছেন।

তারা প্রতিনিয়ত দেশে টাকা পাঠান। কিন্তু তারা যদি সবাই সত্যিকার শিক্ষায় শিক্ষিত হতো, দক্ষ হতো তাহলে তারা দেশকে আরো অনেক কিছু দিতে পারতো।

তিনি বলেন, এক সময় আমরা খাদ্য আমদানি করতাম, এখন আমরা রপ্তানি করি। শিক্ষার হার বেড়েছে, দেশও এগিয়ে যাচ্ছে। তবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে দেশ বহুগুণে এগিয়ে যাবে। মনে রাখতে হবে কোনো ব্যক্তি সত্যিকারে শিক্ষিত হলে সে পরিবারকে যেমন স্ববলম্বী করতে পারে, ঠিক দেশকেও সে ভালো কিছু দিতে পারে। জাতিতে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

ডুয়েট ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা শিক্ষায় ভালো করলে দেশ আরও এগিয়ে যাবে। মনে রাখতে হবে যে দেশ যত শিক্ষত সে তত উন্নত। শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া যায়। আমি শিক্ষিত হলে দেশ উন্নত হবে, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকার, অতিরিক্ত সচিব আফজাল হোসেন।

অনুষ্ঠানে সাত গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন- অধ্যক্ষ আব্দুর রউফ খান (মুক্তিযুদ্ধ), অধ্যাপক ড. রেজোয়ান হোসেন ভুঁইয়া (শিক্ষা), অধ্যাপক ড. মোবারক আহমাদ (গবেষণা), শামসুন্নাহার বেগম (জনপ্রশাসন), ড. এম হায়দার আলী মিয়া (আর্থিক ব্যবস্থাপনা), বিবি সাহা (হিসাব নিরীক্ষণ), দীপা খন্দকার (অভিনয়)।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।