হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীরগাঁও হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।