ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তরুণরাই দেশকে উন্নত ও সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
তরুণরাই দেশকে উন্নত ও সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাবে

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আজকের তরুণরাই উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তুলে দেশটাকে পরিচালিত করে উন্নত ও সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাবে। এজন্য তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে দেশ প্রেমে জাগ্রত হতে হবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ‘তরুণের হাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের তারুণ্য উৎসবে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।

মুজিব বর্ষে তরুণদের মধ্যে জাতির জনকের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ে মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ।

তরুণের হাটের সভাপতি মুহাম্মদ আল মামুন খান ওই তারুণ্য উৎসবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচিত্র তারকা অভিনেতা ফেরদৌস আহমেদ, আরিফা পারভীন জামান মৌসুমী।

অনুষ্ঠানের বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।