শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ‘তরুণের হাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের তারুণ্য উৎসবে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।
তিনি বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ে মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ।
তরুণের হাটের সভাপতি মুহাম্মদ আল মামুন খান ওই তারুণ্য উৎসবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচিত্র তারকা অভিনেতা ফেরদৌস আহমেদ, আরিফা পারভীন জামান মৌসুমী।
অনুষ্ঠানের বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এনটি