ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাসচাপায় নারীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সাভারে বাসচাপায় নারীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় সীমা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমা উপজেলার বড়দেশি গ্রামের শহীদুল্লাহর স্ত্রী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় আরিচাগামী ক্যান্টনমেন্ট বাস সার্ভিসের একটি বাস সীমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।