ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে চকরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত চারজনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
পরিচয় মিলেছে চকরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত চারজনের

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে এক নারীসহ দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহতরা হলেন-নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মো. আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫), সোনাইমুড়ি উপজেলার আম্বরনগর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে আবু সুফিয়ান (৩৮), বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান সম্রাট (২৬) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের নুরুল আবছারের ছেলে সাজেদ উল্লাহ (২৬)।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ওসি হাবিবুর রহমান বলেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজন মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যারা আহত হয়েছেন তন্মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও অন্যদের আঘাত তেমন গুরুতর নয়।

এছাড়া নিহতদের মধ্যে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদেরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এরআগে শুক্রবার রাতে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৫-২৩৪৩) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে উত্তর-পশ্চিমাংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক নারীসহ চারজন। এ ঘটনায় আহত হন  আরও অন্তত ১১ জন। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

** চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।