শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় ঘটে। মৃত কামরুল ইসলাম শেখ জেলার সদর উপজেলার চলিশা গ্রামের মান্নান শেখের ছেলে।
মৃতের স্ত্রী হেলেনা আক্তার বাংলানিউজকে জানান, সকালে কামরুল তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় তালুকদারের বাড়ি সংলগ্ন ওষুধের দোকানে বসা ছিলেন। এ সময় স্থানীয় আলতাফ হোসেন হাওলাদার আলতুর ছেলে সাকিল হোসেন হাওলাদারের নেতৃত্বে ৮/৯ জন দেশীয় অস্ত্রধারী তার দোকানে ঢুকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত এক মাস আগে সাকিল হোসেন কামরুলের কাছে তিনলাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না দিলে তাকে ওই দিন কুপিয়ে হত্যা করা হয়।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, মৃত অবস্থায় কামরুলকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কেনু গাজী (৫২), সাইফুল হোসেন (২৫) ও মিলনকে (৪০) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি