শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কয়েকটি বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পিআইসির সভাপতি ও সদস্যদের নিয়ে নানা অভিযোগ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিআইসি সভাপতির সঙ্গে কথা বলেছি, তবে এলাকাবাসীর আন্তরিকতা দরকার কারণ কাজ তাদের, ফসলও তাদের সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সাংসদ শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি