শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি।
আটকরা হলেন- ওই গ্রামের আজিজুল ধোপার ছেলে রনি (৩৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।
বিজিবি জানায়, বড় আঁচড়া গ্রাম দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাঁচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ রনি ও ইকবালকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, আটক ওই দু’জনকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বারগুলোসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসআরএস