ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানসিক ভারসাম্যহীন স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
মানসিক ভারসাম্যহীন স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তাদের ৩ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।

কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পেছন দিক থেকে তার স্ত্রী লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করে।

লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। রাত সাড়ে ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী বাড়িতেই সিকল বন্দি রয়েছেন।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোকসেদের মরদেহের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য তার স্বামী অনেক চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।

বাংলাদেশ  সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।