শনিবার (৮ ফেরুয়ারি) সকালে পাথরঘাটা শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর তীরবর্তী পর্যটন কেন্দ্র হরিণঘাটা বন থেকে মৃত অবস্থায় ওই হরিণ উদ্ধার করা হয়। তবে কী কারণে বনের হরিণটি মারা গেছে তা জানাতে পারেনি কেউ।
বন বিভাগের হরিণঘাটার বিট অফিসার পলাশ চক্রবর্তী বাংলানিউজকে জানান, একটি মরা গলিত হরিণ উদ্ধার করে দুপুরে পর বনের মধ্যে মাটি চাপা দেওয়া হয়। দু-একদিন আগেই হয়তো হরিণটি মারা গেছে। মৃত হরিণটি পুরুষ প্রজাতির ছিল।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, হরিণঘাটা একটি সংরক্ষিত বন। ষাটের দশক থেকে সেখানে হরিণ রয়েছে। ওই বনে এখনও আনুমানিক দেড়শ’ হরিণ রয়েছে। তবে বনে বাঘ বা হিংস্র জন্তু নেই।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি