শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে ওই বস্তিতে আগুনের ঘটনায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে জানান, তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-উন্নয়ন) মো. নুর হাসানকে প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক (স্টোর) মো. রেজাউল করিম, উপ-সহকারী পরিচালক (ডিএডি) আনোয়ার হোসেন ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
রাসেল শিকদার বলেন, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি। কারণ খুঁজে বের করতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি জমা দিয়ে বলা হয়েছে।
শনিবার ভোর পৌনে চারটার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ২২টি ইউনিটের চেষ্টায় ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নির্বাপনে আরো প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দুইশ ঘর।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
পিএম/জেডএস