স্থানীয়রা জানান, ওই গ্রামের আবুল মিয়ার ছেলে ইমন মিয়া ও তার চাচা আব্দুর রহিমের ছেলে আজিজুলের মধ্যে ঘরের মধ্যে বাথরুমের টাংকি মেরামত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে গেলে দেবরের ছেলেদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন আরিফুন নেছা।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি তারা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, নিহত বৃদ্ধার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে ঝগড়া থামাতে গিয়ে নাকি পারিবারিক বিরোধে খুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনইউ/আরবি/