ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচি খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সিলেটে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচি খুন

সিলেট: সিলেটে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে আরিফুন নেছা নামে বৃদ্ধা খুন হয়েছেন। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুন নেছা ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আবুল মিয়ার ছেলে ইমন মিয়া ও তার চাচা আব্দুর রহিমের ছেলে আজিজুলের মধ্যে ঘরের মধ্যে বাথরুমের টাংকি মেরামত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে গেলে দেবরের ছেলেদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন আরিফুন নেছা।

এ সময় ধারালো অস্ত্রের আঘাত লাগলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি তারা।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, নিহত বৃদ্ধার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে ঝগড়া থামাতে গিয়ে নাকি পারিবারিক বিরোধে খুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।