শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এ স্কুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে এক অনন্য দৃষ্টান্ত।
শহরের সার্কিট হাউস সংলগ্ন অরুণোদয় স্কুল প্রাঙ্গণে অয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অনুষ্ঠানে জনপ্রাসন সচিব শেখ ইউছুফ হারুন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম এর ডেপুটি চীফ ম্যানুয়েল মারক্যুয়েস প্যারেইরা, অটিজম বিশেষজ্ঞ মুনিরা ইসলাম বক্তব্য দেন।
এসময় প্রতিমন্ত্রী স্কুল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন। পরে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্কুল ঘুরে দেখেন এবং আইওএম প্রদত্ত বাসের চাবি হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসবি/এইচএডি