ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ভাবনের পারফেক্ট প্লাটফর্ম বাংলাদেশ: মোমেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
উদ্ভাবনের পারফেক্ট প্লাটফর্ম বাংলাদেশ: মোমেন

ঢাকা: আইসিটি খাতে বিনিয়োগ করতে বিদেশি তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

তিনি বলেন, তরুণ উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার। উদ্ভাবনের পারফেক্ট প্লাটফর্ম বাংলাদেশ।

তাই আমি আহ্বান করবো, তরুণরা যেন এদেশে এসে বিনিয়োগ করে।  

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল রেডিসনে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অার তারই যোগ্য কন্যা শেখ হাসিনা এদেশ গড়ছেন। সরকার ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্টার্টআপ প্রতিযোগিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাহায্য করবে। প্রযুক্তির এ বিপ্লব পণ্যের উৎপাদন খরচ কমিয়ে আনবে।  

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।