শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খোদেজা বেগম জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত. আব্দুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ১৫ দিন আগে সোনারায়ে ছোট জামাতা আব্দুল মালেকের বাড়িতে বেড়াতে আসেন খোদেজা। শনিবার দুপুরে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যান তিনি। পরে মরদেহ পানিতে ভেসে উঠলে প্রতিবেশিরা উদ্ধার করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমআরএ/