শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আটকরা হলেন- দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ফরিদ (৪০), ঘোষপাড়া এলাকার মৃত মোসলেম মল্লিকের ছেলে ছানা উল্লাহ মল্লিক (৪৬), একই এলাকার মৃত রওশন শেখের ছেলে ইয়ারুল (৩০), মৃত গোলজার শেখের ছেলে শুভ্র (২৫), মকবুল হোসেনের ছেলে মুকুল হোসেন, আটঘোড়িয়া কুষ্ঠিয়াপাড়া আব্দুস সাত্তার ভুইয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৪), বাংলাবাজারের রাজু প্রামাণিকের ছেলে আবির মোহাম্মদ (২০), তোরাব আলীর ছেলে জমসেদ খা (৬২), ইসমাইল প্রামাণিকের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আফছার খার ছেলে টিটু খা (৪০), সেলিম মৃধার ছেলে শিপন (২০), মৃত জাহেদ আলীর ছেলে আব্দুস সামাদ (৫৭) ও খোকন শেখের ছেলে আশিক (২২)। এদের প্রত্যেকের বাড়ি দোগাছি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম জানান, আধিপত্য নিয়ে পাবনা সদরের দোগাছি উইনিয়নের বাংলাবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, এগারো রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগজিন ও দুটি ধারালো অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটক অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে তিনজনের নামে পাবনা সদর থানায় আগেই মামলা ছিল। অন্য অন্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে এরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত আছে কী না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমআরএ